গলাচিপায় ইউনাইটেড সীড স্টোর কর্তৃক ডিলার ও রিটেইলার মিটিং ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১৪, ৮:৪৩ অপরাহ্ন /
গলাচিপায় ইউনাইটেড সীড স্টোর কর্তৃক ডিলার ও রিটেইলার মিটিং ।

প্রকাশিত,১৪, অক্টোবর,২০২৩

পটুয়াখালী প্রতিনিধিঃ

ভালোমানের বীজ করলে চাষ চাষি সুখে থাকবে বারো মাস এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় সবজি চাষ বিষয়ক ডিলার ও রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর রোজ শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুটস, এন্ড নন-ফুড ক্রপস্ অ্যাক্টিভিটি সবজি চাষ বিষয়ক ডিলার ও রিটেইলারদের নিয়ে এক কর্মশালা ইউনাইটেড সীড স্টোর কর্তৃক আয়োজন করা হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইউনাইটেড সীড স্টোর এর সিইও মোঃ সালাউদ্দিন সাহেদ। সভায় সভাপতিত্ব করবেন মোঃ দেলোয়ার গাজী।
বিশেষ অতিথি ছিলেন বিসিআইসি সার ডিলার মোঃ রুহুল আমিন মাস্টার, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, রিজোওনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় ডিলার ও রিটেইলারদের মাঝে নতুন তরমুজ বীজ নিয়ে আসেন বাহাদুর, বীর, বিক্রম, ফুজি ড্রাগন এবং জাপানিজ আরলি ড্রাগন বীজ নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি বলেন আগাম জাত ফুজি ড্রাগন চাষ করলে চাষি অনেক লাভবান হবে এবং রোগ প্রতিরোগ ক্ষমতা সম্পন্ন একটি বীজ এই বীজ চাষে রোগবালাই থেকে মুক্ত থাকা যাবে এবং এর গড় ওজন ৮-১০ কেজি। এছাড়াও অন্য আগাম জাতের বীজ গুলোও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তবে গ্রেট ওয়ান ও আরলি ড্রাগন বারোমাস চাষ করা যায়।
এসময় সভায় উপস্থিত থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীজ ডিলার ও রিটেইলার ভাইয়েরা ও মার্কেটিং অফিসার সাহিন, নূরুনবী।এসময় সভা সঞ্চালনায় থাকেন ইউনাইটেড সীড স্টোর এর আরএম মোঃ বনি আমিন।