গলাচিপায় অসহায় দরিদ্র গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচী উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-৩০, ৫:০৪ অপরাহ্ন /
গলাচিপায় অসহায় দরিদ্র গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচী উদ্বোধন।

প্রকাশিত,৩০,ডিসেম্বর

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ইউনিসেফ রিমাল রেসপন্স প্রোগ্রামের মাধ্যমে উপজেলার মোট ২০ জন অসহায়, দরিদ্র গর্ভবতী মাকে উন্নত চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিন দু”জন অসহায় দরিদ্র গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদান এর মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ রিমাল রেসপন্স এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ( R M O) ডাঃ নোমান পারভেজ সহ অনেকে। এসময় কো-অর্ডিনেটর হুমায়ুন কবির বলেন উপজেলার মোট ২০ জন অসহায় দরিদ্র গর্ভবতী মাকে উন্নত চিকিৎসা সেবার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হবে।