প্রকাশিত ,৩০ এপ্রিল ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা
(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহার চেয়ারম্যান প্রার্থী হলেন ১। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মু. সামসুজ্জামান লিকন এবং ২। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ। এ খবরটি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহিন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু।
আপনার মতামত লিখুন :