গফরগাওয়ে টঙ্গীর বিশ্ব এজতেমায় সাদ পন্থীদের বর্বরোচিত হামলা,ও হত্যার বিচারের দাবিতে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২০, ৬:১০ অপরাহ্ন /
গফরগাওয়ে টঙ্গীর বিশ্ব এজতেমায় সাদ পন্থীদের বর্বরোচিত হামলা,ও হত্যার বিচারের দাবিতে আলেম-ওলামাদের প্রতিবাদ  সমাবেশ ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত।

প্রকাশিত,২০,ডিসেম্বর

আয়নাল ইসলাম ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মিনি স্টেডিয়ামে (২০ডিসেম্বর) বাদ জুমা, টঙ্গীর বিশ্ব এজতেমায় সাদ, পন্থীদের বর্বরোচিত হামলায় ৪জন হত্যাকারী অপরাধীদের শাস্তির দাবিতে ও উগ্র সাদ, পন্থীদের তাবলীগ জামাত থেকে নিষিদ্ধের দাবিতে গফরগাঁও ওলামা সমিতির আয়োজনে গণ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে

হযরত মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে,

বক্তব্য রাখেন,
হযরত মাওলানা আজিজুর রহমান,
মাওলানা মনিরুল ইসলাম,
মাওলানা মাহমুদুল হাসান সালমানী।
মুফতি ইসমাইল হোসেন সিরাজী
মুফতি নজরুল ইসলাম ফারুকী।
মাওলানা, মোবারক হোসাইন,
মাওলানা, সিরাজুল ইসলাম
মুফতি আব্দুল করিম
মুফতি জালাল উদ্দিন, সহ প্রমুখ।
বক্তব্যে ওলামা মাশায়েখ গন বলেন স্বাদ উগ্রপন্থী কিছু বিপথগামী মুসলমান তাবলীগ জামাতের মত শান্তিপ্রিয় ইসলামী দাওয়াত প্রচারণায় বিভেদ সৃষ্টির লক্ষে একটি রহস্যজনক গোষ্টির মদদে
ইসলাম ধর্মের নামে শান্তি বিনষ্ট করতে চায়। তাদের প্ররোচনায় গত ১৮ ডিসেম্বর রাতের অন্ধকারে বিশ্ব ইজতেমা টঙ্গীতে বর্বর হামলা চালায়,এতে চারজন মুসল্লি প্রাণ হারায়, হামলাকারী খুনি সাদ, পন্থীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতাই এনে শাস্তির দাবি জানাই। এবং এদেরকে সামাজিকভাবে বয়কট করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা ।