গফরগাঁয়ের পাগলায় প্রকাশ্যে হোমিও চিকিৎসক ডাঃ হারুনুর রশিদ কে কুপিয়ে হত্যা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৫, ৫:০৭ অপরাহ্ন /
গফরগাঁয়ের পাগলায় প্রকাশ্যে হোমিও চিকিৎসক ডাঃ হারুনুর রশিদ কে কুপিয়ে হত্যা।

প্রকাশিত,১৫, জানুয়ারি,২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

গফরগাঁয়ের পাগলায় প্রকাশ্যে হোমিও চিকিৎসক ডাঃ হারুনুর রশিদ কে কুপিয়ে হত্যা।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর বাজারে প্রকাশ্য দিবালোকে হোমিও চিকিৎসক বিএনপি নেতা ডা. হারুনুর রশিদ হারুনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে রুবেল নামে এক সন্ত্রাসী।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারী রুবেল মিয়াকে আটক করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসী রুবেল মিয়ার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে
‘এখনও এ হত্যাকাণ্ডের ঘটনার কোন কারণ জানা যায়নি।’ তদন্ত চলছে।