প্রকাশিত,১৪, সেপ্টেম্বর,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গফরগাঁও থানার ইনচার্জ ওসি ফারুক আহম্মেদ বার্তা২৪.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন পুকুরে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
যুবকের পরনে ছিল লাল লুঙ্গি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
নিহত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্ররণ করা হবে।
আপনার মতামত লিখুন :