গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও নবজাতক ওয়ার্ড ও ডেন্টাল স্কেলিং মেশিন উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৫, ৬:১৫ অপরাহ্ন /
গফরগাঁও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও নবজাতক ওয়ার্ড ও ডেন্টাল স্কেলিং মেশিন  উদ্বোধন।

প্রকাশিত,০৫,জানুয়ারি

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও নবজাতক ওয়ার্ড ও ডেন্টাল স্কেলিং মেশিন উদ্বোধন করেছেন যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন ও জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.ফয়সল আহমেদ।

রবিবার দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও নবজাতক ওয়ার্ড
ও ডেন্টাল স্কেলিং মেশিন উদ্বোধন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম, ইমারজেন্সি, পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন ও ময়মনসিংহ জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফয়সল আহমেদ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিনের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক নতুন আঙ্গিকে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট,
ডাঃ ইমতিয়াজ হুসাইন, ডাঃ উম্মেল ওয়ারা খান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট,
আব্দুল কুদ্দুস ( উপজেলা সেনেটারী
সহ অন্যান্য মেডিকেল অফিসার, নার্সিং অফিসার ও স্টাফ বৃন্দ।