গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-১১, ১১:২৩ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলা  মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মাঝে বইতে থাকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।

শনিবার (১১অক্টোবর) বিকালে উপজেলার মিনিস্ট্রিডিয়াম থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার পৌর শহরের প্রধান, প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলজুড়ে ছিল সহস্ত্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, দলীয় স্লোগান ও পতাকার বর্ণিল শোভা।

এ সময় উপস্থিত ছিলেন-গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক
বেলাল আহমেদ সরকার,
সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদ মাহমুদ সেলিম
নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক, মহসিন, যুগ্ন আহবায়ক রুবেল মাস্টার যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান,

যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, , যুগ্ন আহবায়ক সেলিম বেপারী, বাবুল,মিয়া।
যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফুল মিয়া
কমিটির সম্মানিত সদস্য আলম মিয়া মনজুরুল হক লিটন মিয়া, রফিকুল ইসলাম সারোয়ার জাহান মনজুরুল হক মনজুরুল হক আজহারুল ইসলাম, শাহাবুদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মধ্য দিয়ে গফরগাঁওউপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবী দল সবসময় মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।