প্রকাশিত,৩০,আগস্ট
সাইফুল ইসলাম বাবুলঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের সকল চেয়ারম্যান বর্তমানে এলাকা ছাড়া।
কিছু ইউনিয়নে ইউপি সদস্য ছাড়া বেশির ভাগ সদস্যরাও রয়েছে আত্ম গোপনে। এতে করে সাধারন জনগন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে তাও তাদের জানা নেই। সরকারের পদক্ষেপ জানানো দাবি জানান তারা।
এলাকাবাসীরা জানান,বিগত সময়ে গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন ছাড়া চেয়ারম্যান মেম্বার হওয়া সম্ভব ছিল না। তাই ঐ দলের সুদিন না আশা পর্যন্ত অনেক চেয়ারম্যান ও মেম্বাররা এলাকায় আসতে পরবে না এটাই স্বাভাবিক। অনেক চেয়ারম্যানরা জনরোষের শিকার হয়েছে। তাই নাগরিক সেবার কথা বিবেচনা করে সরকার দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশা উপজেলাবাসীর। উপজেলার বিভিন্ন সরকারি কমকর্তারা জানান, জনগণকে জরুরি সেবা দেয়ার জন্য তাদের কে নিয়োগ দেওয়া হয়েছে।
এই বিষয়ে উপজেলা নিবাহী কমকর্তা রুবাইয়া ইয়াসমিন কে তার মোবাইলে ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :