প্রকাশিত,০৮, অক্টোবর,২০২৩
হানিফ খান/আশরাফুল আলম মামুন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্ত
আয়েশা হাসান দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী সংকট চরমে।
শিক্ষকদের নৈতিকতা ও শিক্ষার মান নিম্নমুখী হওয়ায় দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী সংকট বলে মনে করেন এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়, মাদ্রাসার হাজিরার খাতা সাথে বাস্তবের কোন মিল নাই
রবিবার বেলা ১১ টায় বিভিন্ন ক্লাসে গিয়ে দেখা যায়, এবতেদায়ী শাখায় কোন শিক্ষার্থী নেই।
অন্যান্য শ্রেণীতে যেমন, ষষ্ঠ শ্রেণীতে একজন, সপ্তম শ্রেণীতে দুইজন, অষ্টম শ্রেণীতে চারজন, ৯ম শ্রেণীতে তিনজন, উপস্থিতি লক্ষ্য করা যায়।
নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানায় অত্র দাখিল মাদ্রাসার প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের নীতি নৈতিকতা ও শিক্ষার মান নিম্নমানের হওয়ায় শিক্ষার্থীর সংকট দেখা দিয়েছে।
আয়েশা হাসান দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোকলেছুর রহমান এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট আছে অনতিবিলম্বে আমরা ব্যবস্থা নেব,।
আপনার মতামত লিখুন :