গফরগাঁওয়ে ইমাম হত্যা মামলায় দুই আসামী গ্রেফতার, রহস্য উদঘাটন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-০৯-৩০, ২:১৫ অপরাহ্ন / ১৩
গফরগাঁওয়ে ইমাম হত্যা মামলায় দুই আসামী গ্রেফতার, রহস্য উদঘাটন।

হানিফ খান স্টাফ রিপোর্টার ্্ঃ
গফরগাঁওয়ের আলোচিত মসজিদের ইমাম হাফেজ আজিম উদ্দিন হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে দুই ঘাতককে গ্রেফতার করেছে ময়মনসিংহের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির হাতে গ্রেফতার হওয়া উপজেলার অললী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সিরাজ শেখ (২৫), সাধুয়া গ্রামের দুলাল শেখের ছেলে সুজন মিয়া (২৫) বুধবার বিকালে ময়মনসিংহের বিজ্ঞ জেলা জজ আদালতে হত্যার দায় স্বীকার করে মসজিদের ইমামকে জবাই ও এলোপাথারি কুপিয়ে খুন করার লোমহর্ষক বর্ননা দিয়েছে ।

ময়মনসিংহ ডিবি ওসি মোঃ শাহ আলম আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকা থেকে ঘটনার ১০ দিন পরে সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ ও আদালতের দেওয়া স্বীকারোক্তি থেকে জানা যায়, সাধুয়া গ্রামের মতিন মাষ্টারের মসজিদের পাশের মৎস্য খামারের সীমানা দুই পক্ষেরে বিরোধ ছিল । সাধুয়া মতিন মাষ্টারের বাড়ির মসজিদের ইমাম হাফেজ আজিম উদ্দিন এক পক্ষে অবস্থান নেয়। এই জের ধরে গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিন (৫৮)কে জবাই করে খুন করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিছ বেগম (৫০) ২০ সেপ্টেম্বর রবিবার সকালে নিহত ইমাম হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিনের স্ত্রী, অজ্ঞাতনামা ৩জনসহ মোট ৬ জনকে আসামী করে পাগলা থানায় মামলা দায়ের করে।
ময়মনসিংহ ডিবির ওসি মোঃ শাহ আলম আকন্দ জানান, গ্রেফতার হওয়া সিরাজ শেখ ও সুজন মিয়া এজাহার নামীয় আসামী না। ঘটনার দিনের ঘটনাস্থলের মোবাইর ফোন ট্র্যাকিং করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। সিরাজ শেখ ও সুজন মিয়া হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।