প্রকাশিত,১১, মার্চ,২০২৪
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচ্ছাসেবী সংগঠন গ্রন্থ কুঠির এর উদ্যোগে
(১১ মার্চ )রোজ সোমবার গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে সারাদিন ব্যাপি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে সংগঠনটি।
এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
এই সংগঠন এর মূল উদ্দেশ্য মানুষকে বই মুখি করা।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা’র মেহেরবানী’তে “গ্রন্থ কুঠির গফরগাঁও” এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প” ভালোভাবে সফল করতে পেরেছে সংগঠনের সেচ্ছাসেবী উদ্যোগতাগন।
অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সহযোগী সংগঠন “ব্লাড ফ্রেন্ডস সোসাইটি চরমছলন্দ” গ্রুপের সকল সেচ্ছাসেবী ভাই বোনদের…….🌸🖤
“গ্রন্থ কুঠির গফরগাঁও” এর মূল উদ্দেশ্য মানুষকে বই মুখি করা। “গ্রন্থ কুঠির গফরগাঁও” গ্রুপের মাধ্যমে মানুষকে বিনা মূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়া হয়।
“গ্রন্থ কুঠির গফরগাঁও” গ্রুপে নিজস্ব প্রায় একশো’র কাছাকাছি বই রয়েছে।
গ্রন্থ কুঠির পাঠকদের জন্য আরো নতুন বই সংগ্রহ করা হবে।কিছু দিন পর পর গ্রন্থ কুঠির গফরগাঁও নতুন নতুন বই সংগ্রহ করে থাকে।
বই গুলোর মধ্য প্রায় সকল ধরনের বই পাওয়া যাই,,যেমন: ইসলামিক,সাহিত্য,উপন্যাস,কবিতা ইত্যাদি
সংশ্লিষ্টরা জানান আমাদের লক্ষ্য আগামীতে গ্রন্থ কুঠির গফরগাঁও একটি লাইব্রেরি তে রুপান্তর হবে।এতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
যে কেও আমাদের গ্রন্থ কুঠির গফরগাঁও থেকে বই নিয়ে পড়তে পারবে।
তাছাড়া যেসব সেচ্ছাসেবী ভাই বোন আমাদের সাথে ছিলেন তাদের প্রতিও জানাই “গ্রন্থ কুঠির গফরগাঁও” এর পক্ষ থেকে চির কৃতজ্ঞতা………..🌸🥀
আবারো অসংখ্য ধন্যবাদ জানাই সেই সেচ্ছাসেবী ভাই বোনদের যারা শারিরীক ও মানসিক পরিশ্রম করে ব্লাড ক্যাম্পিং কর্মসূচি ভালোভাবে সফল করতে সহযোগিতা করছেন………🌸❣
আপনার মতামত লিখুন :