প্রকাশিত,০৭,জুলাই, ২০২৪
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে পারুল আক্তার(৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ কাম প্রহরী মোঃ জাকির হোসেনের স্ত্রী।
রবিবার(৬ জুলাই) দুপুর উপজেলার টাংগাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, গৃহবধু পারুল আক্তার দুপুরে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় নিতে গিয়ে হাতের মধ্যে সাপে কাটে। স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মারা যায়।
দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লালন বলেন, ঘটনাটি জানার পরই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, অত্যান্ত দুঃখ জনক ঘটনা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :