গফরগাঁওয়ে লড়িগাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২২, ১২:৫০ অপরাহ্ন /
গফরগাঁওয়ে লড়িগাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত।

প্রকাশিত, ২২,মে,২০২৪

গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও লড়িগাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত।
উপজেলার গফরগাঁও টু রসুলপুর রোডে ময়নার মোড় এলাকায় সকাল ১১ টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্র রৌহা নামাপাড়া গ্রামের মো: কাশেমের ছেলে, আল মামুন রাব্বি (১৮)বলে জানা গেছে।

সে গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে রাব্বি, প্রতিদিনের মতো তার বন্ধুর মোটরসাইকেলে পিছনে বসে কলেজে ক্লাস করার জন্য আসার পথে ময়নার মোড় এলাকায় পিছন থেকে আসা লড়ি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা বন্ধুসহ দুইজনেই পড়ে যায় এবং রাব্বি লড়ি গাড়ির চাকার নিচে পড়লে রক্তাক্ত জখম হয়। পরে পথচারীরা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডা: তাওহীদ ইবনে আলাউদ্দিন জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

খবর শুনে নিহতের পরিবারের লোকজন আত্মীয়-স্বজন হাসপাতালে লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গফরগাঁও থানা পুলিশকে অবগত করেন।