গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দাফন সম্পন্ন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২৪, ১:৪২ অপরাহ্ন /
গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দাফন সম্পন্ন।

প্রকাশিত,২৪,নভেম্বর

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর ) সকাল ১১ টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে তাকে প্রথম জানাযা ও গার্ড অব অনার দেওয়া হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত ইসলাম, রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা অনুষ্ঠিত হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম , সহ মুক্তিযোদ্ধা মফিজ, রাজনৈতিক নেত্রী বর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গতকাল সকাল আটটায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুস সালামের দুই ছেলে ,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।