গফরগাঁওয়ে রাজিব হত্যার অভিযুক্ত আসামিরা ১৪দিনেও গ্রেপ্তার হয়নি ,গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৯, ১০:১৯ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে  রাজিব হত্যার অভিযুক্ত আসামিরা ১৪দিনেও গ্রেপ্তার হয়নি  ,গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে  এলাকাবাসীর মানববন্ধন ।

প্রকাশিত,২৯, এপ্রিল,২০১৪

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নে চর শাখচুরা গ্রামে জমিজমার বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই রাজীবকে নিজ বাড়িতে দা দিয়ে কুপ ও লাঠি দিয়ে মারধর করে। ঘটনাটি ঘটে গত (১৪,এপ্রিল) শুক্রবার দুপুরে।

পরে এলাকাবাসী ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় রাজিবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গফরগাঁও পাগলা থানায় প্রথমে একটি মারামারির মামলা করা হয় যা রাজিবের মৃত্যুর পরে হত্যা মামলা হিসেবে গণ্য হয়। মামলার বাদী হয় রাজিবের বড় ভাই মোঃসোহেল ।
কিন্তু রহস্যজনক কারণেই হত্যা মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকা সহ সাধরনজনগণের মাঝে ব্যাপক খুবও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা ও এলাকাবাসী ২৭, এপ্রিল দুপুর ১১টাই পাঁচ ভাগ ইউনিয়নের পালেরবাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন,
এ সময় ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকেন রাজীব হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসি চাই।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে নিহত রাজিবের স্ত্রী সাংবাদিকদের জানান আমার দুটি সন্তানকে যারা এতিম করে আমার স্বামীকে হত্যা করেছে তাদেরকে অচিরেই গ্রেফতার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাই।

রাজিবের বাবা আমিন মিয়া জানান আমার সহজ সরল ছেলেটাকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার জানান আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।