গফরগাঁওয়ে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধোর , থানায় অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৫, ৮:৩৫ অপরাহ্ন /
গফরগাঁওয়ে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধোর , থানায় অভিযোগ।

প্রকাশিত,১৫,ডিসেম্বর,২০২৩

গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া ইউনিয়নের কালাইপার গ্রামে(বৃহস্পতিবার-১৪ডিসেম্বর)রাতে আঃজব্বারের ছেলে মোঃরাহাত তার স্ত্রী মিতুকে যৌতুকের অজুহাতে মারধরও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

থানা অভিযোগ সূত্রে, জানা যায় গত বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকার অজুহাত দেখিয়ে মিতু আক্তার(২৬) এক সন্তানের জননী কে মারধর ও রক্তাক্ত জখম করে, আহতের চিৎকারে এলাবাসি তাকে উদ্ধার করে, এবং
মিতুর বাবা -মা কে জানালে মিতুর বাবা গফরগাঁও থানা পুলিশের সহায়ত আহত মিতুকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

মিতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সরজমিনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলাকার সচেতন মহল।
এদিকে মিতুর বাবা,মিন্টু মিয়া গনমাধ্যমে অভিযোগ করে বলেন আজ থেকে ৭বছর পূর্বে সামাজিক ভাবে কালাইপার গ্ৰামের জব্বার এর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেয়া হয় , মেয়ের সাংসারিক জীবনের সুখের কথা চিন্তা করে মেয়ে জামাই কে অনেক টাকা-পয়সা দিয়েছি।

এত কিছুর পরও আমার মেয়েকে আবার ও যৌতুক দাবি করে এবং অন্য একটি মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এবং আমার মেয়েকে মারধর করে রক্তাক্ত জখম করে, আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করে আইনি সহায়তা ও ন্যয় বিচার কামনা করছি।

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।