প্রকাশিত,২৬,অক্টোবর
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে যুবদলের অফিস উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
(২৫,অক্টোবর)সন্ধ্যায় রসুলপুর বাজারে ইউনিয়ন যুবদল অফিস উদ্বোধন ও আলোচনা সভায়
সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয় যুবদলের সভাপতি হাবিবুর রহমান।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মাহাবুল আলম সঞ্চলনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি, গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মো: খুররম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শহিদ জিয়ার আদর্শে রাজনীতি'তে বিশ্বাসী,খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদকমুক্ত গফরগাঁও গড়ার লক্ষ্যে একসাথে সকলেই মিলেমিশে কাজ করব।
আগামীদিনে দল যাকে মনোনয়ন পত্র দিবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার সাথে কাজ করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আনছারুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য হানিফ খান বলেন,আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের উপর যে পরিমাণ হামলা,মামলা নির্যাতন করেছে এবং তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন , আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করছে আপনারা তা করবেন না আমরা দেশের জনগণের কল্যাণে রাজনীতি করি।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই দেশ গড়ার লক্ষ্যে সকলকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
এসময়ে উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুল ইসলাম আতিক, ও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ । আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেচ্চায় রক্তদান ও কর্মসূচি পালন করা হবে।।