প্রকাশিত,১৫, ফেব্রুয়ারি,২০২৪
হানিফ খান স্টাপ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া মোড়ে গত১৩/,০২/২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী মোঃমুর্শিদআলী বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি গফরগাঁও থানার এস আই নজরুল ইসলাম তদন্ত করবেন বলে থানা সূত্রে জানা গেছে।
অভিযুক্তদের নাম মো: ইলিয়াস (৩২) রিপন মিয়া(৫২) সহ অন্যান্যরা একই এলাকার বাসিন্দা।
অভিযোগ থেকে জানা যায়, ইলিয়াস ,রিপন ও সহ যোগিরা একই এলাকার বাসিন্দা।
ব্যবসায়ী মোঃমুর্শিদআলীর কাছ থেকে দীর্ঘদিন যাবত তার ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় পাচুয়া মোড়ের চায়ের দোকানে ওই ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত ইলিয়াস সহ যোগিরা ব্যবসায়ীকে মারধোর করে ও ক্ষতি সাধন করবে বলে হুমকি দেন, ব্যবসায়ীর মাটি কাটার ভেকো ও ট্রাক বন্ধ করে দেয়।
পরে (১৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত ইলিয়াস , রিপনসহ আরও ৩/৪ জন মিলে ব্যবসায়ী মোঃমুর্শিদআলীর বাড়িতে গিয়ে পূর্বের ন্যায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অকথ্য ভাষায় বকাঝকা করে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
পরে ভুক্তভোগি মোঃমুর্শিদআলী বাদী হয়ে ১৫, ফেব্রুয়ারি গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যপারের গফরগাঁও থানার এস আই নজরুল ইসলাম জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে ৫, লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।