প্রকাশিত,১৫, মার্চ,২০২৪
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সকাল বেলায় দোকানের নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানাযায়, ১৫ মার্চ শুক্রবার সকাল ৯টায় শিবগঞ্জ -গয়েশপুর সড়কে দীঘা গ্রামের মৃধাবাড়ী সংলগ্ন রতন পুলিশের (অব:) কাপড়ের দোকানের মালামাল সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্ত ডাকাতরা।
এ বিষয়ে (অবঃ) পুলিশ সদস্য রতন মিয়া জানান, সকালে দোকান বন্ধ করে বাড়ীতে আসার পর একজন ফোন দিয়ে জানায় আমার দোকান লুট হচ্ছে, তাৎক্ষণিক দোকানে যেয়ে দেখি ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫০,০০০/- টাকা সহ ঈদে বিক্রয়ের জন্য আনা কাপড় নিয়ে গেছে, দুর্বৃত্তরা প্রাইভেট কার নিয়ে এসেছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মাত্র ১০ মিনিটেই তালা ভেঙে নগদ টাকা সহ ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্ত ডাকাত দল।
এ বিষয়ে গফরগাঁও থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান অবঃ পুলিশ সদস্য মাকসুদুল ইসলাম রতন।
আপনার মতামত লিখুন :