প্রকাশিত,১২,অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে ছাত্রদল যুবদল, নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক পাগলা থানা বিএনপি'রআহবায়ক,ডাঃ মোফাখ্যারুল ইসলাম রানা।
শুক্রবার (১১,অক্টোবর) সন্ধ্যা ৭,টা থেকে তিনি পৌরসভার পন্ডিত পাড়া সহ বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, পাগলা থানা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ ইসহাক ,গফরগাঁও উপজেলা ছাত্রদল আহবায়ক মোক্তারহোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ডাঃ রানা, পূজা পরিচালনা কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
কেউ পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা করবেন না,বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এসময় পূজা মণ্ডপ পরিষদের মাধ্যমে প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগীতা করার আশ্বাস দেন।