গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৩, ৯:০৪ অপরাহ্ন /
গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ।

প্রকাশিত,২৩, নভেম্বর,২০২৩

গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার সকালে মোঃ রাইয়ান(৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হাফেজ মাওলানা শাহজাদার ছেলে।

স্থানীয়রা জানান সকালে রায়ানের দাদু তাঁকে মাদ্রাসায় পৌছে দিয়ে বাড়িতে চলে আসে। পরে মাদ্রাসা থেকে ফিরে এসে বাড়ির পাশে পুকুরে ডুবে রায়ানের মৃত্যু হয়। মাদ্রাসা থেকে রায়ানের ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজতে থাকে। প্রতিবেশী এক মহিলা রায়ানকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন কে খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা রায়ান কে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৌসুমি আক্তার মৃত ঘোষণা করেন।