প্রকাশিত,১৭,সেপ্টেম্বর
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আব্দুল লতিফ উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামের মৃত সাদত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামে একটি ধানক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই, স্থানীয় ইউপির সাবেক মেম্বার মোঃ মানিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে কৃষি জমির ধান ক্ষেতে উপর বিদ্যুৎতের তাঁর ছিঁড়ে পরে ছিল।
ছোট্ট ছেলে-মেয়েদের কথা ভেবে দুপুর ১২টার দিকে বৃদ্ধ আব্দুল লতিফ ধান ক্ষেত থেকে তার সরানো উদ্দেশে ঘর থেকে বের হন। পরে বিদ্যুৎতের ঔ ছেঁড়া তাঁরের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :