প্রকাশিত,১৩,ফেব্রুয়ারি,
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনীতে তারুণ্যের উৎসব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ ফেব্রুয়ারি) উপজেলা পৌর শহরের ঐতিহ্য মিনি স্টেডিয়ামে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন সভাপতিত্বে
পিঠা উৎসব উদ্বোধন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
তারুণ্যের উৎসব সমাপনী দিনে
পিঠা উৎসব প্রাঙ্গণে মোট ১২ টি আইটেমের রসালো শীতের পিঠা প্রদর্শিত হয়।
এছাড়া তারুণ্যের উৎসব মেলায় গফরগাঁও স্বাস্থ্য বিভাগ ফ্রি মেডিকেল পরিচালনা করেন।
পিঠা উৎসবে স্টলের আশেপাশে বিভিন্ন রকমের চটপটি, ঝালমুড়ি, ফুচকা সহ শিশুদের বিভিন্ন রকমের খেলনা সামগ্রীর দোকান সোভাপায় ও ব্যাপক কিশোর, কিশোরী, যুবক, যুবতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারুণ্যের পিঠা উৎসব উপভোগ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনী,
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম।
মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার
গফরগাঁও উপজেলাপ্রেসক্লাব সভাপতি আয়নাল ইসলাম, সাংবাদিক, আশরাফুল আলম মামুন, সাংবাদিক মাজহারুল হক জাহাঙ্গীর সহ অন্যান্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে তিনি তারুণ্যের উৎসবে অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল দত্তের সঞ্চালনায়, সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা,রুবাইয়া ইয়াসমিন,বলেন তরুণরাই দেশের ভবিষ্যৎ,তাদের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই আমরা একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমরা দীর্ঘদিন যুগ বিচ্যুত ছিলাম, সেটিকে বদলে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে তরুণরা থাকবে অগ্রগণ্য, অধিকার হবে সবার, সেখানে তরুণরা একটা বাসযোগ্য দেশ একটি বাসযোগ্য সমাজ, বাসযোগ্য একটি রাষ্ট্র পাবে। আমরা এভাবেই একটি বৈষম্যহীন, অধিকার সম্পন্ন মানবিক একটি সমাজ রাষ্ট্র এবং পৃথিবী গড়তে চাই। এজন্যই তারুণ্যের উৎসবের স্লোগানে যুক্ত করা হয়েছে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।
তিনি আরো বলেন বর্তমান সরকার তরুণদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে দিয়েছে। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। তরুণদের এই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।।
আপনার মতামত লিখুন :