গফরগাঁওয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২০, ১১:৫৭ অপরাহ্ন /
গফরগাঁওয়ে  জাতীয় স্যানিটেশন মাস  ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও পৌরসভা আয়োজিত মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্যানিটেশন মাস ২০২৫ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী সকাল ১১ টায় পৌর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয় |

র‍্যালী শেষে বিভিন্ন স্কুল, মাদ্রাসার, বাচ্চাদের হাত ধোয়া শিখানো হয় |

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃজামাল উদ্দিন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া
গফরগাঁও পৌর নির্বাহী প্রকৌশলী,মোঃ মিজানুর রহমান,
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ,পৌর কর কর্মকর্তা হাবিবুর রহমান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার মাধ্যমে নানা সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তারা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় হাত ধোয়ার আটটি নিয়ম উপস্থিত সকল কে প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে পৌর প্রশাসক এর পরিকল্পনায় পৌর এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্লাসে নিয়মিত ১০০% ভাগ উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। “শতভাগ উপস্থিত তারাই হয় যারা সব সময় হাত ধোয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে | অন্যান্য ছাত্র ছাত্রীদের শতভাগ উপস্থিতির অনুপ্রেরনার জন্য এই পুরষ্কার।” এছাড়া অন্যান্য ছাত্র, ছাত্রীদের মাঝে বিশেষ শান্তনা পুরস্কার প্রদান করা হয়।