প্রকাশিত
আইনাল ইসলাম।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০,টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিভিল সার্জন প্রতিনিধির ডাঃ মোখলেছুর রহমান মানিক।
উপজেলা প-প কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন
শিশু কনসালট্যান্ট ডাঃ মোঃ মানিক মজুমদার মানিক।
উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস। অফিস একাউন্টেন্ট সিরাজুল ইসলাম টুটুল
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন,ও
মোতালেব হোসেন।
শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে।
এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।
এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :