প্রকাশিত,১৪,ডিসেম্বর
আইনাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে সেচ কাজে ব্যবহৃত পল্লী বিদ্যুতের ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দৃর্বত্তরা।
এতে প্রায় ১৫০ একর কৃষি জমির সেচ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনায় গফরগাঁও থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এর আগে শুক্রবার দিবগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের মৃত রুছমত আলীর ছেলে সাবেক পুলিশ সদস্য মাকছুদুল ইসলাম রতন প্রতিটি ৫ কেবি শক্তির ৩টি ট্রান্সফরমার ও একই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ছাইদুল ইসলাম প্রতিটি ১৫ কেবির ৩টি ট্রান্সফরমার স্থাপন করে সেচ যন্ত্র চালাতেন।
তাদের ৬টি ট্রান্সফরমারের আওতায় স্থানীয় কৃষকদের প্রায় ১৫০ একর জমি চাষাবাদ হয়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি চক্র ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ঐ জমিগুলোর সেচ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মাকছুদুল ইসলাম রতন বলেন, চাকুরী থেকে অবসর নিয়ে সেচযন্ত্র চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু চোরের দল আমাকে পথে বসিয়ে দিল। থানায় ডায়েরী করেছি।
ট্রান্সফরমার উদ্ধার ও অবিলম্বে চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
আপনার মতামত লিখুন :