গফরগাঁওয়ে কারা নির্যাতিত বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-১৮, ৬:৫৯ অপরাহ্ন /
গফরগাঁওয়ে কারা নির্যাতিত বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

প্রতাশিত,১৮,জানুয়ারি

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কারা নির্যাতিত বিএনপি নেতা,সাবেক ইউপি মেম্বার, সাবেক পাগলা থানা বিএনপির সদস্য ফেরদৌস আলম ফেরদৌসের উদ্যোগে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার মশা খালি ইউনিয়নে নিজ গ্রামের এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম চমক ফকির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পাগলাথানা বিএনপি’র মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল লতিফ তালুকদার ,
সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় কারা নির্যাতিত বিএনপি নেতা আগামী দিনে মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম নিজ হস্তে তিনশত দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ভবিষ্যতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিজ উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করা অঙ্গীকার ব্যক্ত করেন।