প্রকাশিত,২৫,ফেব্রুয়ারি
আয়নাল ইসলাম।
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,মালিক তানভীর হোসেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খালেদা আক্তার,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নুরুল আমিন ভূঁইয়া,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম,
প্রশাসনিক কর্মকর্তা,আমিনুল হক,
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের প্রতিনিধি, শাহিনুল ইসলাম,সহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসক ও বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।
এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :