প্রকাশিত,২৩,অক
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার সচেতন নাগরিক সমাজ,লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি বাজারে
২৩,অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন
খুনি হাসিনার দোসর বাবেলের সহযোগী, পাগলা থানার মাদক ব্যবসায়ী , চাঁদাবাজ, দখলবাজ, মানুষের সম্পদ লুন্ঠনকারী, অবৈধ অস্র সহ হামলাকারী সন্ত্রাসী আবদুল্লাহ আল আমিন বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, বিগত সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে বিনা ভোটে দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
স্থানীয় এমপি বাবেল গোলন্দাজের ঘনিষ্ঠভাজন হওয়ার কারণে উপজেলাজুড়ে তার প্রভাব ছিল দৃশ্যমান। কিন্তু বিগত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। এ কারণে ইউনিয়ন পরিষদেও তিনি ছিলেন অনুপস্থিত।
গফরগাঁও লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব
ময়মনসিংহ গাঙ্গিনার পাড় এলাকা থেকে
র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক,
রেজাউল হক সিদ্দিকী খোকন। আমিনুল ইসলাম বাবুল সাবেক সদস্য বিএনপি।
উজ্জ্বল আহমেদ পাপ্পু পাগলা থানা বিএনপি সদস্য। এমদাদুল হক উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক।
মনিরুজ্জামান মনির পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।
ইউপি সদস্য জিয়াউল হক স্বপন, মাইজবাড়ি বাজার সমিতির সভাপতি আসাদুজ্জামান সুজন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত,
বিক্ষোভকারীরা বলেন ভোট বিহীন চেয়ারম্যান সে একাধিক হত্যা মামলা ও বিস্ফোরক মামলার আসামি। গ্রেফতার কৃত সাবেক চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
আপনার মতামত লিখুন :