প্রকাশিত,১৭, ফেব্রুয়ারি,২০২৪
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ গফরগাঁওয়ের প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
তিনি বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের পিতা।
মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের তিন বারের জনপ্রিয় এমপি ছিলেন। তার পিতা রোস্তম আলী গোলন্দাজ ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী।
২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি অসুস্থতা জনিত কারণে আলতাফ হোসেন গোলন্দাজ মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং উপজেলার ১৫টি ইউনিয়নে পৃথকভাবে স্মরণসভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকাল ১০টায় মধ্য বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :