প্রকাশিত,০২,অক্টোবর
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ গফরগাঁওয়ের পাগলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫বস্তা চাল উদ্ধার। করা হয়েছে।
বুধবার (২,অক্টোবর ) রাতে চাল ব্যবসায়ীর গুদামে হতদরিদ্র মানুষের বরাদ্দকৃত চাউল মজুদ করার সময় স্থানীয় লোকজন গোডাউন আটক করে।
জানা গেছে, গফরগাঁও উপজেলার,পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে অসাধু চাল ব্যবসায়ী আনিসুর রহমানের দোকান ও গোডাউনে হতদরিদ্র মানুষের বরাদ্দকৃত ৬৫বস্তা চাউল মজুদ করার সময় জনতা জব্দ করে। এ সময় চাউল ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় জনতা বিষয়টি গফরগাঁও উপজেলা কর্মকর্তাকে অবগত করলে ভূমি কর্মকর্তা পাগলা থানা পুলিশের সহায়তায় ৬৫ বস্তা চাল উদ্ধার করেন। এ ব্যাপারে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
পাগলা থানার ওসি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীকে আটক করা যায়নি। উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এদিকে সাধারণ মানুষ অভিযোগ করেন ফুড অফিসার্স, ট্যাগ অফিসার ও সরকারি কর্মকর্তাদের অবহেলায় ডিলারগণ অসাধু ব্যবসায়ীর কাছে চাল ববিক্রি করতে সক্ষম হয়। এতে দরিদ্র পরিবারগুলো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়।
আপনার মতামত লিখুন :