প্রকাশিত,০৭,জানুয়ারি
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
গনঅধিকার পরিষদের মুখপাত্র (সিনিয়র সহ-সভাপতি) ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে শিবচরে মশাল মিছিল করা হয়।
রবিবার (৫ই জানুয়ারি) রাত ৮.৩০ মিনিট উপজেলা গনঅধিকার পরিষদের নেতৃত্বে শিবচর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়। এসময় উপজেলা গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপর নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য দেন।
মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা গনঅধিকার পরিষদের সভাপতি গাউস মৃধা ও সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন।’
আপনার মতামত লিখুন :