প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, তীব্র তাপদাহে সারাদেশের মানুষ যখন আগুনে পুড়ছে, হীট স্টক করে মানুষ মারা যাচ্ছে, জনজীবনে যখন বিপর্যস্ত, মানুষ দূর্বিষহ জীবন যাপন করছে, ঠিক সেই সময়ে আওয়ামী সরকার সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গুলশানস্হ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
সভায় চলমান প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ নগরীর মানুষদের জন্য সপ্তাহব্যাপি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্দোগে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।
আমিনুল হক বলেন, আওয়ামী সরকার লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এতেই তাদের লুটপাটের কার্যক্রম থেমে থাকেনি। ক্ষমতাসীনরা ঢাকার চারপাশের বহু নদ নদী দখল করে তা ভরাট করেছে। অবৈধভাবে বৃক্ষ নিধন করেছে, ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকান্ডের জন্য দেশের তাপমাত্রা আজ বৃদ্ধি পাচ্ছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সরকার গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনে জনগণকে প্রত্যাখান করে বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় বসে আছে।
আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ এই আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবে না। জনগনের যখন বিপ্লব ঘটবে তখন এই আওয়ামী জনবিচ্ছিন্ন সরকার বাতাসের সাথে উড়ে যাবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও মহানগর বিএনপির জৈষ্ঠ্য সদস্য তাবিথ আউয়াল, মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, এজিএম সামসুল হক, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন,মহানগর সদস্য কাউন্সিলর আলী আকবর আলী, গোলাম কিবরিয়া মাখন, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, জাহাঙ্গীর মোল্লা, আজহারুল ইসলাম সেলিম, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, মোজাম্মেল হক সেলিম, মাহাবুব আলম মন্টু, দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাকসহ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল থানা ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ কর্মসূচি অনুযায়ী আগামীকাল ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, সকাল ১১ টায়, পল্লবী ১২ ডি ঈদগাহ মাঠে নগরীর অতিষ্ঠ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করবে পল্লবী থানা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আপনার মতামত লিখুন :