গণঅধিকার পরিষদের নিবন্ধনে নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৩, ৮:৪৮ অপরাহ্ন /
গণঅধিকার পরিষদের নিবন্ধনে নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল।

প্রকাশিত,০৩,সেপ্টেম্বর, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি

তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনেতিক দল গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) কতৃক নিবন্ধন ও প্রতিক প্রাপ্তিতে নুরুল হক নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় পৌর শহরের কাজী মসজিদের সামনের সড়ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সব রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন নেতারা। এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে আনন্দে মিছিলে প্রায় ৫শত কর্মী সমর্থক অংশ নেয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাই গাজী, গণধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, যুব অধিকারের উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান, শ্রমিক অধিকারের সদস্য সচিব আমির হোসেন ও যুগ্ন আহবায়ক নাজমুল হাসান, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মী সমর্থক। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের নানা তালবাহানায় এতদিন নিবন্ধন আটকে ছিল। ছাত্র জনতার সংগ্রামের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে আমরা খুশি হয়েছি। বক্তারা আগামীর রাষ্ট্র প্রতিষ্ঠায় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদের নেতৃত্বে ট্রাক মার্কা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।