গজারিয়ায় ঈদুল আযহা উপলক্ষ্যে টি,সি,বি’র পণ্য বিক্রির উদ্ধোধন।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৭-০৪, ৬:৪৯ অপরাহ্ন /
গজারিয়ায় ঈদুল আযহা উপলক্ষ্যে টি,সি,বি’র পণ্য বিক্রির উদ্ধোধন।

প্রকাশিত,০৪, জুলাই,২০২২

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়াতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি,সি,বি) এর নায্য মূল্যে পন্য বিক্রির উদ্ধোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়ের এই কার্যক্রম উদ্ধোধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।জানা যায়,ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার আটটি ইউনিয়নেই কার্যক্রম পরিচালিত হয়েছে,আরো জানা যায় ন্যায্য মূল্যের পণ্যের তালিকায় ছিল
সোয়াবিন তৈল -১১০ টাকা লিটার,মুশুড়ির ডাল -৬৫ টাকা,চিনি-৫৫টাকা কেজি দরে ৪৬৭০ জন তালিকাভুক্ত মানুষের কাছে এই পন্য বিক্রি করা হয়।

বাউশিয়াতে ডিলার ছাড়াও পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃতাজুল ইসলাম।