প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৪,
ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা মেঘনা ঘাটে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:হাবিবুর রহমান ও সা:সম্পাদক আল আমিন প্রধান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান খাঁন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সা:সম্পাদক আ:কাদির সরকার,সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক দেলোয়ার হোসেন,মো:আব্দুস বাছেদ,মো:জমু মিয়া মেম্বার,উপজেলা যুব লীগ নেতা আবুল বাশার,বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি লিয়াকত হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বায়ান্ন’র ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়
আপনার মতামত লিখুন :