গজারিয়া ভাইস চেয়ারম্যান (মহিলা) দুই প্রার্থী’কে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ.।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-০৩, ১১:০৮ অপরাহ্ন /
গজারিয়া ভাইস চেয়ারম্যান (মহিলা) দুই প্রার্থী’কে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ.।

প্রকাশিত,০৩,মে,২০২৪

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী খাদিজা আক্তার আঁখি ও কলস প্রতীকের ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মেহেরুন নেছা উত্তরা এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘন অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিসার। 

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া। 

অপরদিকে একই এলাকায় একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজা আক্তার আঁখি প্রতীক পদ্মফুল প্রচারণা কালে তাঁর সাথে উচ্ছৃঙ্খল আচরণ কারেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেরুন নেসা উত্তরা। এই দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া জানান, একই পদে প্রতিদ্বন্দ্বী দুই ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। না এই মর্মে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।