গজারিয়া বৃষ্টি প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায়।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৬, ৫:০৩ অপরাহ্ন /
গজারিয়া বৃষ্টি প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায়।

প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা গ্রীষ্মের শুরু থেকেই চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে গজারিয়ায় উপজেলা ভবেরচর ইউনিয়ন আনারপুরা শাহী ঈদ গাহ মাঠে ইসতিসকা নামাজ পড়ে বৃষ্টির জন্য অশ্রু সিক্ত চোখে প্রার্থনা করেছে মুসুল্লিরা।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ৮ টায় এলাকাবাসীর উদ্যোগে আনারপুরা শাহী মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রওজাতুল জান্নাত শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাসান ফারুকী।

দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে কান্না জড়িত কন্ঠে মোনাজাত করেন মুসুল্লিরা।

চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন আনারপুরা শাহী ঈদগাঁ ও গোরস্থান কমিটি,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম উজ্জ্বল বলেন,
শীতল আবহাওয়া ও বৃষ্টির জন্য প্রার্থনার জন্য আল্লাহর সন্তুষ্টি কামনায় ইসতিসকা নামাজে অংশ নিয়েছে। নামাজের মাধ্যমে আল্লাহ জমিন শীতল করে দিবেন। নামাজ শেষে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। আল্লাহ চাইলে এ নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দিয়ে মানুষ, প্রাণীসহ সকলকে শান্তিতে থাকার পরিবেশ করে দেবেন