গজারিয়া নামাজই পারবে আপনার স্রষ্টার সাথে সম্পর্ক করে দিতে; মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-০৫, ১১:৩৫ পূর্বাহ্ন /
গজারিয়া নামাজই পারবে আপনার স্রষ্টার সাথে সম্পর্ক করে দিতে; মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল।

প্রকাশিত,০৫,ডিসেম্বর,২০২৩

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব বলেছেন, নামাজই পারবে আপনার স্রষ্টার সাথে সম্পর্ক করে দিতে, আর কোন ভাবেই সম্ভব না।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বারেক মুন্সির বাড়ির মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইছালে ছওয়াব এর মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আল্লাহর রাস্তা ছাড়া কেউ ভালো হতে পারে না। আপনাদের কাছে অনুরোধ নামাজ টা আঁকড়ে ধরেন ইমান টা সঠিক হবে।

এর আগে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ পীরে তরিকত রাহমানুয়ে শরীয়ত, মুর্শিদে বরহক বাংলাদেশ তালিমে হিযবুল্লাহর কেন্দ্রীয় আমির ও দারুল হুদা দরবার শরীফ পীর সাহেব মুক্তী আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ সূফী আল্লামা হযরত মাও: মো. মাহমুদুর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন মাধ্যমে ওয়াজ মাহফিলের শুভ সূচনা ঘটে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ শেরআলী কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড.আব্দুল মান্নান সরকার।

মাহফিল শেষে প্রধান বক্তা দেশ,জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি মাহফিলে শরিক হন।