গজারিয়া ইউপি সদস্যে বিরুদ্ধে সুবিধাভোগী কার্ডে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৯, ১০:৪৫ অপরাহ্ন /
গজারিয়া ইউপি সদস্যে বিরুদ্ধে সুবিধাভোগী কার্ডে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশিত,০৯,জুলাই, ২০২৪

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মায়া বেগম ও তার ছেলে সোহাগের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সুবিধা ভোগী দের কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠছে।

জানা যায়,এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্য্যলয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিম সরকার।

অভিযোগ এর প্রেক্ষিতে জানা যায়,অভিযুক্ত ইউপি সদস্য ও তাঁর ছেলে সাধারন মানুষের কাছ থেকে প্রতারনা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে,শতাধিক মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,গর্ভবতী কার্ড, বিজিএফ কার্ড,প্রতিবন্ধী কার্ড,টিউবওয়েলসহ বিভিন্ন কার্ড প্রদানের কথা বলে এই অর্থ আদায় করে এর মধ্যে উল্লেখিত ওয়ার্ডের জালাল উদ্দিন এর কাছ ১৫,০০০/- (পনেরো হাজার),হোসনেয়ারা কাছ থেকে ১৫,০০০/- (পনেরো হাজার),শাহিনা বেগমের কাছ থেকে ১৫,০০০/- (পনেরো হাজার), আয়েশা বেগমের এর কাছ থেকে ১০,০০০/-
(দশ হাজার), সুমাইয়া আক্তারের কাছ থেকে
১০,০০০/- (দশ হাজার),রিমির কাছ থেকে
১০,০০০/- (দশ হাজার),সুমাইয়ার কাছ থেকে
১৫,০০০/- (পনেরো হাজার),আইরিনের কাছ থেকে
১৫,০০০/- (পনেরো হাজার) টাকা,আইরিনের কাছ থেকে ১৫,০০০/- (পনেরো হাজার), আয়েশার কাছ থেকে ১৫,০০০/- (পনেরো হাজার), পান্নার কাছ থেকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকাসহ শতাধিক মানুষের কাছে থেকে অর্থ আত্মসাৎ করে নেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে সোহাগ বলেন,প্রতিহিংসার কারণে আমাদের সন্মানহানীর জন্য তাঁরা এই অপ প্রচার করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন,জেলায় মিটিংয়ে থাকায় হাতে অভিযোগ পাই নাই,তবে অভিযোগ এর কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।