প্রকাশিত,১৪, ফেব্রুয়ারি,২০২৪
ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ১৯ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করে নিল প্রভাতী কিন্ডারগার্টেন এবং জেনারেল ১০ জন, সাধারণ ১৯ জন মোট ২৯ জন বিদ্যালয়ের বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোক্তার হোসেন।
গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন পুরান বউশিয়া গ্রামে প্রভাতী কিন্ডারগার্টেন অবস্থিত, প্রভাতি কিন্ডারগার্টেন আরবি শিক্ষার ব্যবস্থা আছে, এবং যারা অসহায়, দিনমজুর তাদেরকে ফ্রি হিসেবে পড়ার সুযোগ দেওয়া হয়ে থাকে, বার্ষিক খেলার, ওয়াজ ও দোয়ার, বনভোজন প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যারা বৃত্তি পেয়েছে, আবির শিকদার, লামিয়া, ইয়ামিন তাঁতি, তামিম বেপারী, মঈন আহমেদ, ফারহানা আক্তার, আফরিন আক্তার, নুসরাত জাহান, সাবারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম, মিজবাহুল,আনাস ইসলাম, হাফসা আক্তার, সাদিক পাঠান, সাইম প্রদান, জুনায়েদ ভূঁইয়া, মেহেজাবিন, মোঃ মাহিন, আদনান, রাফি, নোমান, নুসরাত, ইসরাত জাহান, ফারিয়া মেহজাবিন,আছিয়া, শাফায়েত, হাসিনা, মমিন, ইসরাত জাহান,
প্রভাতী কিন্ডারগার্টেন সভাপতি ইলিয়াস মিয়া আমাদের বিদ্যালয়ের অর্জন আমরা সব সময় ধরে রাখার চেষ্টা করব।
আপনার মতামত লিখুন :