গজারিয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৯, ১০:২৭ অপরাহ্ন /
গজারিয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত।

প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৪

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে
গজারিয়া উপজেলা অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম নাইম মিয়া (২৫)। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্ল্যা মোল্লার ছেলে।

ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে বাউশিয়া আনন্দ মেলা সিএনজি পাম্পের বিপরীত পাশে মহাসড়কের ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ী সাইকেল চালক নাইম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাইম মিয়া বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে কাজ শেষ করে কারখানা থেকে সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের লাশ বর্তমানে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা