প্রকাশিত,২৮, নভেম্বর,২০২৩
ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা সেবার অঙ্গীকার ও সঠিক রোগ নির্নয়ের প্রত্যয় নিয়ে আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
গজারিয়া উপজেলার ভবেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ উত্তর পাশে আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন হয়।জানা যায় আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সেবা সমুহের মধ্যে রয়েছে প্যাথলজি,ইসিজি (কম্পিউটারাইজড),আল্ট্রাসনোগ্রাফি,এক্স-রে(ডিজিটাল)এবং বিদেশ যাত্রীদের মেডিক্যাল চেক-আপের সু-ব্যবস্থা।এছাড়াও শিশু, স্ত্রীরোগ,মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর চেম্বার এর ব্যবস্থা রয়েছে।
আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান,আমরা সেবার মানসিকতা ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার টি চালু করেছি,গজারিয়া বাসী যেন স্বল্প ব্যায়ে সঠিক চিকিৎসা সেবা পেতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
আপনার মতামত লিখুন :