খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুন, ইউপি চেয়ারম্যানের পর যুবলীগ নেতা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৯, ১০:২৫ পূর্বাহ্ন /
খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুন, ইউপি চেয়ারম্যানের পর যুবলীগ নেতা।

প্রকাশত,০৯,জুলাই, ২০২৪

খুলনা প্রতিনিধি ঃ

দুইদিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে খুলনায়। এবার খুনের শিকার হয়েছে নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আল-আমিন (৪৫)। সোমবার ৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ-এর ছেলে আল আমিন (৪৫) রাত ৯টার দিকে এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, আল আমিন পূর্ব বানিয়াখামার এলাকায় মুন্নার গ্যারেজে এসে বসা মাত্র দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আলামিনের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগে আলামিন মাদক মামলায় গ্রেফতার হয়েছিল।

জাহাঙ্গীর আলম মুকুল
খুলনা