খুলনায় গুলি করে হত্যার ঘটনায় ৫ আসামীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-০৬, ৩:১১ অপরাহ্ন /
খুলনায় গুলি করে হত্যার ঘটনায় ৫ আসামীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।

প্রকাশিত, ৬, অক্টোবর,২০২৩

খুলনা প্রতিনিধি ঃ

খুলনা মহানগরীর গোবরচাকা এলাকার মো: ইমন শেখকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ, বুলু পাটোয়ারী, আকাশ হাওলাদা ও আপন খাঁ ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য , বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবরচাকা তালুকদার লেনের গাবতলা মোড়ের ভাজাওয়ালা গলির মোহাম্মদ খাঁর বাড়ির সামনে ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

বাবুল আকতার
খুলনা।