প্রকাশিত,১০, অক্টোবর,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা শহরের পার্টি অফিস হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ হয়।
দিনাজপুর ৪,আসনের সাবেক এমপি মাটি ও মানুষের জননেতা জনাব আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে মুল বক্তব্য রাখেন ৪ আসনের সাবেক এমপি জনাব আখতারুজ্জামান মিয়া
আপনার মতামত লিখুন :