প্রকাশিত,১২, জুলাই,২০২৩
মোঃ রিশাদ শাহ্
খানসামা দিনাজপুর।
খানসামা রক্ত দান গ্রুপ এর বিশেষ উদ্যোগে
বৃক্ষ রোপন কর্মসূচি
জমির উদ্দিন শাহ্ পাড়া জামে মসজিদের ঈদগাঁ ময়দান এ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়। এ সময় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র মসজিদের ইমাম মো:মমতাজুল ইসলাম (খতিব ও পেশ ইমাম
জমির উদ্দিন শাহ্ পাড়া জামে মসজিদ) ও অত্র এলাকার আরো অনেক ব্যাক্তিবর্গ আরো উপস্থিত ছিলেন খানসামা রক্ত দান গ্রুপ এর মো:রাকিবুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি(খানসামা রক্ত দান গ্রুপ) ।
এ এইচ আরাফাত হোসেন
(পরিচালক খানসামা রক্ত দান
গ্রুপ )।
মোঃ ফজর আলী
সহ:সভাপতি(খানসামা রক্ত দান গ্রুপ)
“খানসামা রক্ত দান গ্রুপ” এর এই
উদ্যোগ ও “বৃক্ষরোপন” কর্মসূচিকে সবাই সাধু বাদ জানায় ।
এ সময় উপস্থিত সকলকে গ্রুপের পক্ষ থেকে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের জন্য পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য অনুরোধ করা হয়।
আপনার মতামত লিখুন :