প্রকাশিত,০৩, জুলাই,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
খানসামা উপজেলা ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ইছামতি নদীতে ম্যাজিক জাল দিয়ে ধরা হচ্ছে পোনা থেকে শুরু করে সব রকমের বিভিন্ন প্রজাতির মাছ।
হারিয়ে ও বিলুপ্তের পথে দেশীয় প্রজাতির মাছ। এখন চলছে বর্ষা মৌসুম।বর্ষার মৌসুম আসার আগেই ম্যাজিক জাল ব্যাবহার করে রাক্ষুসে জাল ব্যবহার করে এবং নানান পন্থায় ধরছে পোনা থেকে শুরু করে সব রকমের মাছ। মাছের বংশ বিস্তার ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন এলাকার অসাধু কিছু জেলেরা।
মাছের বংশ বিস্তার জোরদার করতে এ বিষয়ে সরকার ও প্রশাসনের নজর দেওয়া জরুরী দরকার।
আপনার মতামত লিখুন :