প্রকাশিত, ০১,জুন ,২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
গোয়ালডিহি ইউনিয়ন মিজান হাজি পাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক পরিবার। শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ৯:৪০:মিঃ স্থানীয় গোয়ালডিহি ইউনিয়নের মিজান হাজি পাড়ায় -মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ মাহাতাব আলীর বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের গাড়ি আশার আগেই পরিবারটির কিছুই রক্ষা করা যায়নি।
মিজান হাজি পাড়ার প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির মালিক মাহাতাব আলীর ঘরে থাকা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এরপর স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে খানসামার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পরিবারের ঘরে থাকা কোন সম্পদই রক্ষা করা যায়নি।
স্থানীয় ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে খানসামা উপজেলা প্রশাসনের তরফ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হয়।
খানসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা জানান, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার পর পুরো আগুন আমরা নিয়ন্ত্রণ করি আমরা জানতে পারি ঝড় বৃষ্টির কারণে তিন দিন ধরে এ এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তাবে জানা গেছে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে
তবে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলেও আল্লাহর পবিত্র আল কুরআন অক্ষত অবস্থায় রয়েছে।
আপনার মতামত লিখুন :